তৃতীয় বিয়ে করছেন আমির খান!

এক দুই বার নয়, বিয়ের ক্ষেত্রে শীঘ্রই হ্যাটট্রিক করতে চলছেন বলিউডের অন্যতম তারকা আমির খান। ‘লাল সিংহ চড্ডা’ খ্যাত এই তারকার বিয়ের তথ্য ফাঁস করলেন বলিপাড়ার স্বঘোষিত সিনে সমালোচক কামাল আর খান। খবর আনন্দবাজারের।

বৃহস্পতিবার (২৫ মে) এক টুইটে তিনি জানান, বলিউড অভিনেত্রী ফাতিমা সানা শেখের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন আমির।

‘দঙ্গল’ ছবির সময় থেকেই ফতিমার সঙ্গে প্রেম করছেন আমির।’ যদিও কামাল আর খানের এই দাবির সত্যতা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।

এদিকে গত বছরও ফাতিমা-সানাকে ঘিরে এমন গুঞ্জন উঠেছিলো। সানা শেখ সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের কিছু ছবি প্রকাশ করেছিলেন। ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘নট বাঁধব কি বাঁধব না সেটাই প্রশ্ন।’ এই নট বলতে তিনি লেহেঙ্গার ব্লাউজের ফিতের কথা বলেছেন, নাকি গাঁটছড়ার কথা বলেছেন- প্রশ্নের উত্তর খুঁজছিলেন নেটিজেনরা।

সে সময় শোনা গিয়েছিলো ‘লাল সিং চাড্ডা’ মুক্তির পরই শুভকাজ সেরে ফেলবেন আমির। এদিকে ছবিটি মুক্তি পেয়েছে অনেকদিন হলো। তাই কেআরকের দাবির সত্যতা নিয়ে যথেষ্ট সন্দেহ থাকলেও বিষয়টি একেবারে উড়িয়ে দিচ্ছেন না নেটিজেনরা।

স্বাআলো/এসএস

.