
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র বীরমুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী একটি সংস্থার আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন।
বৃহস্পতিবার (২৫ মে) সকাল ১১টায় তিনি চট্টগ্রাম থেকে সড়ক পথে ঢাকায় রওনা হয়েছেন। শুক্রবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলস আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন তিনি। যুক্তরাষ্ট্র সফর শেষে আগামী ৪ জুন দেশে ফেরার কথা রয়েছে মেয়রের।
চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমদ বলেন, রেজাউল করিম চৌধুরী যুক্তরাষ্ট্রে অবস্থানকালীন সময়ে প্যানেল মেয়র ও সংরক্ষিত কাউন্সিলর আফরোজা জহুর (আফরোজা কালাম) ভারপ্রাপ্ত মেয়র হিসাবে দায়িত্ব পালন করবেন।
স্বাআলো/এস
.
Author
চট্টগ্রাম ব্যুরো
