
অবশেষে বহুল আলোচিত, সমালোচিত ও বিতর্কিত ফেসবুকার আনোয়ারুল কবীরকে (৪৫) আটক করেছে যশোর কোতয়ালী মডেল থানা পুলিশ।
বুধবার (২৪ মে) বিকালে ঢাকার মিরপুর শেউড়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক আনোয়ারুল কবীর মিরপুর শেউড়াপাড়া পীরেরবাগ ৯৪/৩ বাড়িতে বসবাস করতেন। তার গ্রামের বাড়ি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার নাদিয়া গ্রামে।
যশোর মডেল কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, আনোয়ারুল কবীর রাজনীতিক, সাংবাদিক, সমাজপতি, ব্যবসায়ী ও সাংস্কৃতিক ব্যাক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে নিয়ে ফেসবুকে মনগড়া আপত্তিকর ও মানহানীকর পোস্ট করছে বলে কোতয়ালী মডেল থানায় অব্যাহতভাবে অভিযোগ আসে। এমন অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। এরমধ্যে একটি মামলা রুজু হয়েছে। আরো তিনটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আজ বৃহস্পতিবার তাকে আদালতে তোলা হবে।
এদিকে, আনোয়ারুল কবীরকে আটকের খবর ছড়িয়ে পড়ার পর তার কঠোর শাস্তির দাবিতে বুধবার (২৪ মে) রাত সাড়ে ৮টার দিকে প্রেসক্লাব যশোরের সামনে রাজনৈতিক নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মানববন্ধন করেছে। ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে অংশগ্রহণকারীরা নানা স্লোগান দেন।
ওইসময় বিক্ষুব্ধরা বলেন, ফেসবুকে পোস্ট দিয়ে নয়া কৌশলে চাঁদাবাজি শুরু করেছে আনোয়ারুল কবীর। তার দাবিকৃত চাঁদা না দিলে আনোয়ারুল কবীর নিজ আইডিতে অশ্লীল, কুরুচিপূর্ণ ও মানহানিকর পোস্ট করে। তার হাত থেকে যশোরবাসী মুক্তি চায়।
বিক্ষুব্ধরা বলেন, প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, ব্যবসায়ী কেউ তার কুরুচিপূর্ণ আচরণ থেকে নিস্তার পাননি।
মানববন্ধনে বক্তৃতা করেন সদর উপজেলা ছাত্রলীগের সদস্য ইমরান আলী, নরেন্দ্রপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহিন আলম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, , ইউপি সদস্য আব্দুল খালেক, সদর উপজেলা যুবলীগ নেতা জামাল হোসেন প্রমুখ।
মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন যুবলীগ নেতা জামাল হোসেন, জাহিদ, অপু, শহিদুল, উজ্জ্বল, ছাত্রলীগ নেতা তুহিন, রাকিব, সুমনসহ অসংখ্য নেতাকর্মী।
স্বাআলো/এসএ
.
নিজস্ব প্রতিবেদক, যশোর
