
বাগেরহাটের ফকিরহাট উপজেলার টাউন নওয়াপাড়া এলাকায় একটি কাভার্ডভ্যান তল্লাশি চালিয়ে পুলিশ ৪ হাজার পিচ ইয়াবা উদ্ধারসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে।
গোপন খবরের ভিত্তিতে ফকিরহাট মডেল থানা পুলিশ বুধবার (২৪ মে রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার বিশ্বরোডের টাউন নওয়াপাড়া মোড়ে ঢাকা থেকে খুলনাগামী মেসার্স তাহসিন ট্রান্সপোর্ট এজেন্সি নামের একটি কাভার্ড ভ্যান আটকে তল্লাশি চালায়।
তল্লাশিকালে কাভার্ডভ্যান থেকে ৪ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। এ সময় কাভার্ডভ্যানে থাকা মাদক বিক্রেতা বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার খালকুলা গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে রুবেল হোসেন (২৫) ও ঝালকাঠি জেলা সদরের মুরাসাতা গ্রামের কাশেম আলীর ছেলে আউব আলী (৩৫) কে গ্রেফতার করা হয়। এছাড়া অবৈধ মাদকদ্রব্য বহনে দায়ে ওই কাভার্ড ভ্যানটি (ঢাকা-মেট্রো–ট-২২-১০৪৯) জব্দ করা হয়।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. আলীমুজ্জামান জানান, গোপন খবরের ভিত্তিতে রাত ১০ টার দিকে পুলিশের একটি টহল টিম উপজেলার টাউন নওয়াপাড়া এলাকায় অবস্থান নেয়। পরে তথ্য অনুযায়ী গাড়ীর নম্বর দেখে কাভার্ডভ্যানটি আটক করে তল্লাশি করা হয় এবং দুইজনকে গ্রেফতারসহ উক্ত ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ফকিরহাট থানায় একটি মামলা দায়ের করেছে।
স্বাআলো/এসএ
.

আজাদুল হক, বাগেরহাট
