
ঝিনাইদহে গ্রামীণ ব্যাংকের গ্রাহকদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ মে) সকালে ঝিনাইদহ সদর উপজেলার পদ্মাকর ইউনিয়নের হাটগোপালপুর বাজারের পদ্মাকর শাখার শতাধীক গ্রাহকদের মাঝে এক লাখ গাছের চারা বিতরণের উদ্বোধন করেন গ্রামীণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক ইদ্রীস আলী।
এসময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ প্রেসক্লাবের সহ-সভাপতি ও এসএটিভির জেলা প্রতিনিধি ফয়সাল আহমেদ, দৈনিক বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার জেলা প্রতিনিধি বসির আহাম্মেদ। এসময় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
উল্ল্যেখ্য, গ্রামীণ ব্যাংকের নিজস্ব অর্থায়নে জেলার ৭৪টি শাখার গ্রাহকদের মাঝে ৮৫ লাখ ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা লাগানোর উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান, গ্রামীন ব্যাংকের জোনাল ম্যানেজার শেখ মজিবুর রহমান।
স্বাআলো/এসএস
.
Author
জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
