শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে নরেন্দ্রপুর-কচুয়া আ.লীগের বিক্ষোভ

বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে যশোর সদর উপজেলার কচুয়া ও নরেন্দ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ মে) বিকালে রূপদিয়া বাজারে নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, যুবলীগ নেতা রাজু আহম্মেদ ও কচুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওয়াদুদ মোল্যার ব্যবস্থাপনায় পৃথকভাবে দুটি ইউনিয়নে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হত্যার হুমকিদাতা’ রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাদঁকে গ্রেফতার ও শাস্তির দাবিতে এই বিক্ষোভ মিছিল করেছেন আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন- নরেন্দ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম বিশ্বাস, আওয়ামী লীগ নেতা মনিরুল ইসলাম হিমু, আব্দুল আলিম, ফসিয়ার রহমান, যুবলীগ নেতা জামাল, জাহিদ, ইয়াসিন আলী সোহাগ, জিএম সবুজ হাসান, অপু, উজ্জ্বল, রানা, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নাজমুল, ছাত্রলীগের সভাপতি শাহীন আলম ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কিরন প্রমুখ।

এছাড়াও কচুয়া ইউনিয়নের বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগ নেতা শহিদুল, মিজানুর, যুবলীগের আহবায়ক ইশারত আলী ও যুগ্ম আহবায়ক ওহিদুল ইসলাম, যশোর সদর উপজেলা ছাত্রলীগের সদস্য ইমরান আলী, ছাত্রলীগ নেতা সোহানসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

আওয়ামী লীগের পূর্বষোঘণা অনুযায়ী সোমবার সকালে থেকেই যশোরের বিভিন্ন অঞ্চলে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে’–রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদের এমন বক্তব্যের প্রতিবাদে ফুঁসে উঠেছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এতে অংশ নিয়ে নেতৃবৃন্দরা বলেন, দেশবিরোধী ষড়যন্ত্রের অংশ হিসেবেই শেখ হাসিনাকে হত্যার হুমকি দিচ্ছে বিএনপি। তাদের রাজপথে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে।

‘একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার, সন্ত্রাসীদের কালো হাত, ভেঙ্গে দাও গুড়িয়ে দাও’ স্লোগানে প্রকম্পিত হচ্ছে এলাকাজুড়ে। তারা বলেন এখান থেকেই ‘পাকিস্তানি দের পেতাত্মা, সন্ত্রাসী ও জঙ্গি সংগঠন বিএনপি-জামায়াতের যেকোনো কর্মসূচি যশোরের বুকে নিষিদ্ধ ঘোষণা করার দাবি জানাচ্ছি।

সবশেষে মিছিলটি রূপদিয়া বাজার হতে মুনসেফপুর মোড় ও বটতলা ঘুরে নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য প্রদান করেন নেতৃবৃন্দ। অপরদিকে রূপদিয়া হতে কচুয়া ইউনিয়ন পরিষদের সামনে পর্যন্ত প্রদক্ষিণ শেষে তাদের কর্মসূচি সমাপ্ত হয়।

স্বাআলো/এস

.

Author
নিজস্ব প্রতিবেদক, যশোর