পটুয়াখালীতে সিসা দূষণ প্রতিরোধে কর্মশালা

পটুয়াখালীতে মানবদেহে সিসা দূষণ প্রতিরোধে স্থানীয় নীতি নির্ধারকদের সঙ্গে অবহিতকরণ ও জনসম্পৃক্ততা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

‘শিশুদের জন্য সুস্থ জীবন বিনির্মাণে সিসা দূষণমুক্ত পরিবেশ আমাদের অঙ্গিকার’ স্লোগানের বৃহস্পতিবার (২৫ মে) বেলা ১১টায় পটুয়াখালী সিভিল সার্জনের সম্মেলন কক্ষে স্বাস্থ্য অধিদফতর ও ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় কর্মশালার আয়োজন করে সিভিল সার্জন অফিস।

সিভিল সার্জন ডাঃ এসএম কবির হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- আন্তজার্তিক শিশু বিশেষজ্ঞ ও আফ্রিকান নাগরিক ডাঃ প্রিসিলা ওভিল, ,বরিশালের প্রধান আনোয়ার হোসেন, ইউনিসেফ এসবিসি অফিসার আরমাম কামাল পটুয়াখালী সদর উপজেলা চেয়ারম্যান এড গোলাম সরোয়ার, পটুয়াখালী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ দিলরুবা ইয়াসমিন লিজা, জেলা শিক্ষা কর্মকর্তা মুজিবুর রহমানসহ স্থানীয় ইউপি চেয়ারম্যান, শিক্ষক, স্বাস্থ্য কর্মী, চিকিৎসক, স্বেচ্ছাসেবকগণ উপস্থিত ছিলেন।

সভায় বক্তরা বলেন, বাংলাদেশে মানবদেহে সিসা দূষণের দিন দিন বাড়ছে। সিসা দূষণের উৎস যেমন হলুদ, রং, পেট্রোল, সিসা-অ্যাসিড ব্যাটারি ইত্যাদি ওপর নিয়ন্ত্রণ করে সিসা দূষণ কমাতে হবে। পৃথক গবেষণার মাধ্যমে সিসা প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য সকলকে একযোগে কাজ করার আহবান জানানো হয়েছে।

স্বাআলো/এস

.

Author
জেলা প্রতিনিধি, পটুয়াখালী