বাস-সিএনজির সংঘর্ষ, প্রাণ গেলো ভাই-বোনের

কুমিল্লায় ঢাকাগামী বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা আপন দুই ভাই-বোন নিহত হয়েছেন। এ সময় চালকসহ অন্তত ৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৬ মে) দুপুর ১টার দিকে কুমিল্লার দাউদকান্দি উপজেলার কবিচন্দ্রদি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে দাউদকান্দি (গৌরীপুর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

নিহতরা হলো, দাউদকান্দি উপজেলার কাউয়াদি গ্রামের সিরাজ মিয়ার ছেলে আল- আমিন (৩৫), তার বড় বোন ভবানীপুর গ্রামের মৃত আনু মিয়ার স্ত্রী ছালেহা বেগম (৪৫) ঘটনাস্থলেই দুইজন নিহত হয়৷

আহত নাজমুল (২৫), তার স্ত্রী রিনা আক্তার (২২) কন্যা শিশু নুসরাত (৩) ও অপর যাত্রী রোকসানা (৩০ ) এবং চালক শান্তকে (২০) প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা প্রেরণ করা হয়েছে। নিহত আহত প্রত্যেকে সিএনজি অটোরিকশার যাত্রী ছিলেন। দুর্ঘটনা কবলিত বাস ও সিএনজি অটোরিকশা পুলিশ হেফাজতে রয়েছে।

দাউদকান্দি মডেল থানার ডিউটি অফিসার গোবিন্দ দাস জানায়, ঢাকাগামী জৈনপুর পরিবহনের একটি যাত্রীবাহী বাস ( ঢাকা-জ-১৪-০৩৩৪) এর সাথে বিপরীতগামী সিএনজি অটোরিক্সার (কুমিল্লা-থ-১১-৮৬৫৭) মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে সিএনজি অটোরিক্সার যাত্রী আপন ভাই বোন নিহত এবং একই পরিবারের তিন সদস্যসহ মোট পাঁচজন গুরুতর আহত হয়।

স্বাআলো/এসএস