নারী দলের দায়িত্ব ছাড়ছেন সাফজয়ী কোচ ছোটন

হঠাৎ করেই বাংলাদেশ নারী ফুটবলারদের দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন গোলাম রব্বানী ছোটন। ‘মানসিক অশান্তির’ জায়গা থেকেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন দেশের নারী ফুটবল জাগরণের নায়ক। আগামী ৩১ মের পর থেকে আর বাফুফের মহিলা দলের দায়িত্বে না থাকার কথা নিশ্চিত করেছেন ছোটন।

শুক্রবার (২৬ মে) গণমাধ্যমকে ছোটন বলেন, আমি আর কোনো টুর্নামেন্ট করব না জাতীয় দলের হয়ে। বিষয়টি আমি অফিসিয়ালি চিঠি দিয়ে কয়েক দিনের মধ্যে জানিয় দেব বাফুফেকে। বলতে পারেন আমি আর এ মাসটা আছি। আগামী মাস থেকে নারী দলের দায়িত্বে আর থাকছি না।

হটাৎ দায়িত্ব ছাড়ার বিষয়ে তিনি আরো বলেন, অনেক তো করলাম। অনেক চাপ। পারিবারিক জীবন আছে। বন্ধুবান্ধব আছে। কাউকেই সময় দেয়া হয়নি। ওদিকে মহিলা দলের ওপর সবার প্রত্যাশা বাড়ছে। আমি মনে করি, অনেক হয়েছে। এবার সরে যাই। এ কারণে আমি আর মেয়েদের কোচ হিসেবে থাকছি না।

স্বাআলো/এসএস

.

Author
স্পোর্টস ডেস্ক