
বাগেরহাটের মোল্লাহাট উপজেলার নতুন ঘোষগাতি গ্রামে বসতবাড়ির উঠানে পড়ে থাকা তারে বিদ্যুৎষ্পৃষ্ট হওয়া ছেলে সোহানকে বাঁচাতে গিয়ে পিতা কিংকং মোল্লার (৬৫) মৃত্যু হয়েছে। এসময় নিহতের স্ত্রী ও মেয়েসহ মোট চারজন আহত হয়েছেন।
নিহত কিংকং মোল্লা ওই গ্রামের মৃত আব্দুল বারিক মোল্লার ছেলে। আহতরা হলেন স্ত্রী সাহেদা বেগম (৫৫) ছেলে সোহান (২২) মেয়ে হনুফা বেগম (৩০) ও প্রতিবেশী ফিরোজ (৪০)।
বৃহস্পতিবার (২৫ মে) রাত ১১টার দিকে এ ঘটনাটি ঘটেছে।
পুলিশ ও আহতরা জানান, বৃহস্পতিবার রাতে কিংকং মোল্লার এক ছেলে বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে উদ্ধার করতে যান বাবা কিংকং মোল্লা। ছেলেকে উদ্ধার করতে পারলেও তিনি বিদুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। এসময় তাকে উদ্ধার করতে গিয়ে স্ত্রী, ছেলে, মেয়ে ও প্রতিবেশী একজনসহ মোট চারজন আহত হন। আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
আহত প্রতিবেশী ফিরোজ বলেন, কিংকং মোল্লা উপজেলার জয়ঢিহি এলাকায় হোটেল ব্যবসা বন্ধ করে ছেলে সোহানকে নিয়ে রাত ১১টার বাড়িতে আসেন। রাতে গোসল সেরে ছেলে উঠানে থাকা তারে বিদুৎস্পৃষ্ট হয়ে চিৎকার দিলে বাবা কিংকং মোল্লা তাকে ছাড়িয়ে নিজেই তারে জড়িয়ে যায়। পরে অন্যরা এসে তাকে উদ্ধার করতে গিয়ে আহত হন।
স্বাআলো/এসএস
.

আজাদুল হক, বাগেরহাট
