বাগেরহাটে দুই শিশু সন্তান রেখে মায়ের আত্মহত্যা!

বাগেরহাটে মোড়েলগঞ্জ উপজেলার রাজৈর গ্রামে দুই শিশু সন্তান ঘরের মধ্যে রেখে নাজমিন বেগম (২৮) নামের এক মা ঘরের আড়ার সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে।

শুক্রবার (২৬ মে) সকালে বাগেরহাট জেলা সদর হাসপাতাল মর্গে ওই নারীর লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

আত্মহত্যাকারী নাজমিন বেগম রাজৈর গ্রামের দিনমজুর ইব্রাহিম সেখের স্ত্রী।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরের দিকে নাজমিনের দুই শিশু সন্তান ইসমাইল হোসেন (২) ও ইলমা আক্তার (৫) ঘরের মধ্যে কান্নাকাটি করছিলো । কিন্তু কেউ কিছু বুঝে উঠতে পারেনি। পরে শিশুদের কান্নার শব্দ পেয়ে প্রতিবেশী জালাল শেখের স্ত্রী আসমা বেগম দেখতে পান নাজমিন ঘরের আড়ার সাথে ঝুলে রয়েছে। এ সময় ওই ঘরে দুই শিশু ছাড়া আন্য কেউ ছিলো না। নাজমিনের স্বামী দীর্ঘদিন ধরে ঢাকায় দিনমজুরি খাটছেন। ঘটনার সময় ওই বাড়িতে কেউ ছিলো না। খবর পেয়ে বিকেল ৪টার দিকে মোড়েলগঞ্জ থানা পুলিশ নাজমিনের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী করে লাশের ময়নাতদন্ত করাতে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে পুলিশ।

মোড়েলগঞ্জ থানার ওসি সাইদুর রহমান বলেন এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড হয়েছে।

স্বাআলো/এসএস

.

Author
আজাদুল হক, বাগেরহাট
জেলা প্রতিনিধি