বাগেরহাটে গাঁজাসহ আটক ৩

বাগেরহাটের মোল্লাহাট থানা পুলিশ গত ২৪ ঘন্টায় পৃথক পৃথক অভিযান চালিয়ে দুই কেজিরও বেশী গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে।

আটকৃতরা হলেন- উপজেলার নরসিংহপুর গ্রামের চিহ্নিত মাদক বিক্রেতা আফজার শেখকে (৬০) ২ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। আর অপর ঘটনায় উপজেলার শাসন গ্রামের মোজাহিদ মুন্সি ও নাইম সিকদারকে স্থানীয় চুনখোলা বাজার এলাকা থেকে ৫০ গ্রাম গাঁজাসহ আটক করে পুলিশ।

মোল্লাহাট থানার ওসি সোমেন দাশ শুক্রবার (২৬ মে) সকালে এক প্রেস বিফ্রিং এ জানান, মাদকদ্রব্য ও জুয়া বিরোধী পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘন্টায় দুই কেজি ৫০ গ্রাম গাজাসহ তিনজনকে পৃথকভাবে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা অবৈধ পেশাদার মাদক বিক্রেতা। এদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

স্বাআলো/এসএস

.

Author
আজাদুল হক, বাগেরহাট
জেলা প্রতিনিধি