
ঘরের মাঠে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে রীতিমতো উড়ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। টানা তিন ম্যাচ জয়ে সর্বোচ্চ ছয়বারের চ্যাম্পিয়নরা গ্রুপপর্ব শেষ করেছে। আগের দুই ম্যাচে দাপট দেখালেও, তৃতীয় ম্যাচ ছিলো আর্জেন্টিনার একক আধিপত্য দেখানোর ম্যাচ। নিউজিল্যান্ডের বিপক্ষে তারা জয় পেয়েছে ৫-০ গোলের বড় ব্যবধানে। ফলে গ্রুপসেরা হয়েই আলবিসেলেস্তারা পরের রাউন্ডে পা রেখেছে।
শুক্রবার (২৬ মে) রাতে স্যান জুয়ান স্টেডিয়ামে স্বাগতিকরা কিউই যুবাদের আতিথ্য দেয়। ফেদেরিকো রেদোন্দো, লুকা রোমেরোদের অসাধারণ নৈপূণ্যে সহজেই গোলের গোলে দেখা পায় আর্জেন্টিনা। ম্যাচের ১৪ মিনিটে ইগনাসিও মায়েস্ত্রোর গোলে প্রথম গোলের দেখা পাওয়া আর্জেন্টিনা এরপর প্রতিপক্ষের জালে দিয়েছে আরো ৪ গোল। উইঙ্গার ব্রায়ান আগুইরের দ্রুত ড্রিবলিং এবং রক্ষণ ভেদ করে দ্রুত ঢুকে যাবার ক্ষমতায় নাকানি চুবানি খেতে হয়েছে কিউই ফুটবলারদের। ফলে বিরতির আগে ৩ গোলের দেখা পেয়ে যায় তারা। আর লুকা রমেরোর করা তৃতীয় গোলটি ছিলো এক কথায় চোখ ধাঁধানো।
বিরতির পর নিজেদের ডি বক্সে কিউই ফুটবলারের হাতে বল লাগায় পেনাল্টি পায় আর্জেন্তিনা। আর স্পট কিকে গোল করার সুযোগও হাত ছাড়া করেননি ব্রায়ান আগুইরে। ম্যাচের শেষদিকে আলেহ ভেলিজ আর্জেন্টাইন যুবাদের হয়ে করেন আরো এক গোল। শেষ পর্যন্ত ৫-০ গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। পুর খেলায় ৭৬ শতাংশ সময় বলের নিয়ন্ত্রন রাখা আর্জেন্টিনা শট নিয়েছে মোট ৩০ টি যার ৯ টিই ছিলো লক্ষে। অপরদিকে নিউজিল্যান্ড কোনো শতই নিতে পারেনি। গ্রুপ পর্বের শেষ ম্যাচও জিতে যাওয়ায় গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই পরের রাউন্ড নিশ্চিত করলো মেসি-ডি মারিয়াদের উত্তরসূরিরা।
স্বাআলো/এসএস
.
স্পোর্টস ডেস্ক
