যশোরে বঙ্গবন্ধুর জুরিও কুরি পদক প্রাপ্তির ৫০ বছর উদযাপন

যশোর সরকারি এমএম কলেজ ও সরকারি মহিলা কলেজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপিত হয়েছে।

রবিবার (২৯ মে) সকালে এ উপলক্ষ্যে আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

যশোর সরকারি এমএম কলেজে এতে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার।

বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ড. আবু বক্কর সিদ্দিকী ও শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর এস এম শফিকুল ইসলাম। অনুষ্ঠানের আহবায়ক প্রফেসর জিল্লুল বারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারি অধ্যাপক আব্দুল মমিন ও প্রভাষক মহিবুল হাসান।

যশোর সরকারি মহিলা কলেজে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ প্রফেসর অমল কুমার বিশ্বাস।

বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ড. মিয়া আব্দুর রশিদ ও শিক্ষক পরিষদের মাহবুবুল হক খান। অনুষ্ঠানের আহবায়ক আব্দুল হান্নানের সভাপতিত্বে বক্তব্য রাখেন শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, বঙ্গবন্ধু সব সময় শান্তির পক্ষে ছিলেন। শান্তি-শৃঙ্খলা নষ্ট হয় এ ধরণের কোন কথা-বার্তা তিনি বলতেন না। স্বাধীনতার আগে ও পরে দেশের মানুষকে শান্তিতে রাখার জন্য তিনি সর্বদা চেষ্টা করতেন। দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে শান্তি প্রতিষ্ঠিত করার জন্য বঙ্গবন্ধু অনেক অবদান রেখেছেন। সেইজন্য বিশ্ববাসী বঙ্গবন্ধুকে জুরিও কুরি শান্তি পদকে ভূষিত করেন।

স্বাআলো/এসএস

.

Author
নিজস্ব প্রতিবেদক, যশোর