যশোর সদর উপজেলার কচুয়া ইউনিয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ড জনগণের মাঝে পৌঁছে দেয়ার লক্ষ্যে শনিবার (৩ জুন) সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের জনসভা সফল করতে ইউনিয়ন আ.লীগসহ অঙ্গসংগঠনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ মে) রাতে নিমতলী বাজারে কচুয়া ইউনিয়ন আ.লীগের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, যুবলীগ নেতা আনোয়ার হোসেন বিপুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও যুবলীগ নেতা রাজু আহম্মেদ।
কচুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওয়াদুদ মোল্ল্যার সভাপতিত্বে ও যশোর সদর উপজেলা ছাত্রলীগের সদস্য ইমরান আলীর সঞ্চালনায় প্রস্তুতি সভায় বক্তব্য প্রদান করেন- কচুয়া ইউনিয়ন আ.লীগ নেতা শামসুর রহমান, আবু হানিফা, রবিউল ইসলাম বাবলু, ইরাদত হোসেন, মুরাদ হোসেন, মিজানুর রহমান, শহিদুল ইসলাম, রেজাউল ইসলাম, সেলিম হোসেন, মুন্তাজ হোসেন, মেজবাহ, মহাদেব সাহা, রফিকুল ইসলাম ধাবক, যুবলীগের যুগ্ম আহবায়ক ওহিদুল দফাদার ও তরিকুল ইসলাম বিপুল প্রমুখ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন- কচুয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি, যুবলীগ নেতা মোহাম্মদ আলী, যুবলীগ নেতা ফারুক হোসেন, শফিকুল ইসলাম শাওন, হালিম হোসেন, বাবলু, ইউনিয়ন ছাত্রলীগ নেতা সোহান, শাকিলসহ ৯টি ওয়ার্ডের সকল স্তরের নেতৃবৃন্দ।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ৩ জুন কচুয়া ইউনিয়ন পরিষদের সামনে অনুষ্ঠিতব্য এই জনসভায় তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের উজ্জীবিত করার লক্ষ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কাজী নাবিল আহমেদ।
মতবিনিময় সভায় প্রধান অতিথি আনোয়ার হোসেন বিপুল বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আওয়ামী লীগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি হবে উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখার নির্বাচন। এ নির্বাচনের ফল ঘরে তুলতে আমরা নিজেদের মধ্যে সকল ভেদাভেদ ভুলে সকলে একতাবদ্ধভাবে প্রতিটি মানুষের কাছে যাব, আমাদের উন্নয়নের চিত্র তুলে ধরবো। আওয়ামী লীগ সরকার দীর্ঘ ১৪ বছরের বেশি সময় ধরে ক্ষমতায় রয়েছে যার ফলে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। ইতোমধ্যে পদ্মা সেতু, মেট্রোরেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, কর্ণফুলী টানেলসহ অসংখ্য উন্নয়ন কর্মকাণ্ড সম্পন্ন হয়েছে। আমরা মানুষের ভোটের মূল্যায়ন উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে দিয়ে থাকি।
এছাড়াও যশোর সদর উপজেলা ছাত্রলীগ নেতা ইমরান আলী মতবিনিময় সভা সঞ্চালনাকালীন বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার অভূতপূর্ব উন্নয়ন ভোটারদের কাছে তুলে ধরা আমাদের সকলের কর্তব্য বলে মনে করি সেজন্য উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে হবে।
সেই লক্ষ্যে আমরা এমপি মহোদয়ের জনসভা সফল করার জন্য সদর উপজেলা পরিষদের জনপ্রিয় ভাইস চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সফল সাধারণ সম্পাদক, যুবলীগ নেতা আনোয়ার হোসেন বিপুলের সার্বিক নির্দেশনায় এবং সহযোগিতায় কচুয়া ইউনিয়নবাসী একতাবদ্ধভাবে সকল সাংগঠনিক কাজ করবো।
স্বাআলো/এস
.
