যশোর জিলা স্কুল সোমবার (২৯ মে) জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে যশোর জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা শিক্ষা অফিসের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খালেদা খাতুন রেখা।
জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জিলা স্কুলের প্রধান শিক্ষক শোয়াইব হোসেন।
উপস্থিত ছিলেন জেলা সহকারী শিক্ষা অফিসার জুলফিকার আব্দুল্লাহ, যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান নারায়ন চন্দ্র বিশ্বা প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আহসান হাবীব পারভেজ। আলোচনা সভার পর জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান বেলুন ও ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করে। এরপর সকল প্রজেক্ট ঘুরে ঘুরে দেখেন। বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহে আনা হয় ৫১টি প্রজেক্ট । তার মধ্যে শেখ নাঈম হাসান মুনের বায়স্কোপ ভি আর রিচার্স ল্যাব সকলের নজরে আসে। কারণ তার এই যন্ত্রদিয়ে বাচ্চা ডাইনোসর দেখতে পাবে। বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
স্বাআলো/এসএস
.
