প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ওয়ার্ড পর্যায়ে লানিং সেন্টার করার সিদ্ধান্ত নিয়ে বাগেরহাটের ১নং কাড়াপাড়া ইউনিয়ন পরিষদের এবার প্রায় ৩ কোটি টাকার বাৎসরিক বাজেট ঘোষণা করা হয়েছে।
কাড়াপাড়া ইউপি চেয়ারম্যান শেখ মহিতুর রহমান পল্টন সোমবার (২৯ মে) দুপুরে ইউপি সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ২০২৩-২৪ অর্থ বছরের জন্য এ বাজেট ঘোষণা করেন।
পরিষদের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করনে পরিষদের সকল ইউপি সদস্য, সংরক্ষিত নারী সদস্যসহ সকল শ্রেনী পেশার মানুষের প্রতিনিধিদের অংশগ্রহণে প্রস্তাবিত উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা রুবাইয়া তাসনিম।
বাজেট অধিবেশনে সভাপতিত্ব করেন কাড়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান শেখ মহিতুর রহমান পল্টন। প্রস্তবিত খসড়া বাজেট উপস্থাপনা করেন ইউনিয়ন পরিষদের সচিব শেখ সওকাত আলী। বাজেট আলোচনায় অংশ নেন ইউপি সদস্য আরিফুল ইসলাম, সংরক্ষিত নারী সদস্য মমতা সেন, আবেদা সুলতানা ও এ্যামিলি বেগম। বাজেটে ২০টি আয়খ্যাত উল্লেখ করে সম্ভাব্য আয় দেখানো হয়েছে ২ কোটি ৮৯ লাখ ৭ হাজার ৬৭৭ টাকা। আর ব্যায়খাতে বেশী দেখানো হয়েছে ইউনিয়ন পরিষদের রাস্তাঘাট ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বছরে ১ কোটি ৩৫ লাখ টাকা, ইউনিয়ন বাসীর স্বাস্থখ্যসেবায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র এবং কমিউনিটি ক্লিনিক কেন্দ্রীক ব্যয় ধরা হয়েছে ২১ লাখ টাকা। প্রতিবন্ধি ও মানব সম্পদ উন্নয়নে ব্যায় ধরা হয়েছে ২২ লাখ ও শিক্ষাখাতে ১৮ লাখ টাকা। সব মিলিয়ে ৩১ খাতে ২ কোটি ৮৯ লাখ ৭ হাজার ৬৭৭ টাকাই ব্যায় দেখানো হয়। বাজেটে কোন উদ্বৃত্ত দেখানো হয়নি। ইউনিয়ন পরিষদের নানা সমস্যা ও সমাধানের পথ উল্লেখ করে বাজেট অধিবেশনে চেয়াম্যান শেখ মহিতুর রহমান পল্টন বলেন, নাগরিক সেবায় আমরা কোন কার্পন্য করবন। ইউনিয়ন বাসী সহযোগিতা করলে ১ নং কাড়াপাড়া ইউনিয়ন স্মার্ট ও মডেল ইউনিয়ন পরিষদে পরিনত হবে।
স্বাআলো/এসএস
.
