যশোরের সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা বৃদ্ধির লক্ষে প্রচারণামূলক রোড-শো, পোস্টার ও লিফলেট বিতরণ এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে বিআরটিএ যশোর সার্কেল।
মঙ্গলবার (৩০ মে) বেলা সাড়ে ১১টায় শহরের মুক্তিযুদ্ধ ভাস্কর্য মোড়ে এই রোড-শো করা হয়।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান।
অন্যান্যের মধ্যে বিআরটিএ’ যশোর ও নড়াইল সার্কেলের সহকারী পরিচালক এসএম মাহফুজুর রহমান, চৌগাছা বাস ও মিনিবাস মালিক সমিতির সহ-সভাপতি মাস্টার কামাল আহমেদ প্রমুখ বক্তৃতা করেন।
এসময় অন্যান্যের মধ্যে বিআরটিএ যশোরের মোটরযান পরিদর্শক ওমর ফারুক, সহকারী মোটরযান পরিদর্শক রিফাত হুসাইন, চৌগাছা বাস ও মিনিবাস মালিক সমিতি ও চৌগাছা মোটরযান শ্রমিক সংস্থার নেতৃবৃন্দ ও বিআরটিএ যশোরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। রোড-শোর আলোচনা শেষে ভাস্কর্য মোড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
আদালতে কাগজপত্র না থাকা ও হেলমেট না থাকার অভিযোগে তিন ট্রাক চালক, এক থ্রিহুইলার চালক ও এক মোটরসাইকেল আরোহীর কাছ থেকে মোট ৭ হাজার ৫ শত টাকা জরিমানা আদায় করা হয়।
স্বাআলো/এসএ
.
