যশোরের চৌগাছা উপজেলা পরিষদের প্রথম দুইবারের চেয়ারম্যান ও ডেইলি অবজারভারের যশোর প্রতিনিধি আতিউর রহমানের ২০তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (৩০ মে) বিকেল চারটায় এ উপলক্ষে প্রেসক্লাব চৌগাছার আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সভায় প্রেসক্লাব চৌগাছার সভাপতি অধ্যক্ষ আবু জাফরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান।
প্রেসক্লাব চৌগাছার যুগ্ম সাধারণ সম্পাদক এইচএম ফিরোজের সঞ্চালনায় বক্তৃতা করেন প্রেসক্লাব চৌগাছার জেষ্ঠ সহ-সভাপতি রহিদুল ইসলাম খান, জেষ্ঠ সাংবাদিক ও প্রেসক্লাব চৌগাছার কার্যনির্বাহী সদস্য কাজী আশাদুল ইসলাম।
উপস্থিত ছিলেন প্রেসক্লাব চৌগাছার যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল আক্তার, কোষাধ্যক্ষ আসাদুজ্জামান মুক্ত, দফতর সম্পাদক রোকনুজ্জামান সুমন, ক্রীড়া সম্পাদক এমএ রহিম, সাংগঠনিক সম্পাদক শ্যামল দত্ত, কার্যনির্বাহী সদস্য আব্দুল আলিম, শফিকুল ইসলাম, রায়হান হোসেন, সাংবাদিক আবু জাফর, আব্দুল্লাহ আল মাসুমসহ প্রেসক্লাব চৌগাছার সকল সদস্যবৃন্দ।
এছাড়াও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
স্বাআলো/এসএ
.
