বাগেরহাটে ইউনিয়ন পরিষদের উন্মুক্ত খসড়া বাজেট ঘোষণা

প্রান্তিক জনগোষ্ঠীর সমস্যা সমাধানসহ সার্বিক সেবাকে গুরুত্ব দিয়ে বাগেরহাটের ২নং বেমরতা ইউনিয়ন পরিষদের ২০২৩-২৪ অর্থ বছরের জন্য উন্মুক্ত খসড়া বাজেট ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (৩০ মে) বেলা সাড়ে ১১ টায় বেমরতা ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ২ কোটি ৬৬ লাখ ৭০ হাজার ৩০০ টাকার খসড়া বাজেট উপস্থাপন করেন ইউনিয়ন পরিষদের সচিব শেখ সওকাত আলী।

বাজেট অধিবেশনে সভাপতিত্ব করেন বেমরতা ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন টগর।

পরিষদের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করনে পরিষদের সকল ইউপি সদস্য, সংরক্ষিত নারী সদস্যসহ সকল শ্রেনী পেশার মানুষের প্রতিনিধিদের অংশগ্রহনে প্রস্তাবিত উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে চেয়ারম্যান উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন এবং উন্মক্ত আলোচনা অংশগ্রহনকারীদের নানা পরামর্শ ও সমস্যার কথা শোনেন এবং সমাধানের আশ্বাস দেন।

বাজেট আলোচনায় অংশ নেন ইউপি সদস্য শেখ মতিউর রহমান, শেখ মাসুম বিল্লাহ, সুখের অধিকারী, কালাম হাওলাদার, মিলন খানসহ সংরক্ষিত নারী সদস্য রেকসোনা বেগম সাথী সুলতানা ও সাজেদা বেগম প্রমুখ।

বাজেটে ২১টি আয়খ্যাত উল্লেখ করে সম্ভাব্য আয় দেখানো হয়েছে ২ কোটি ৬৬ লাখ ৭০ হাজার ৩০০ টাকা। আর ব্যায় বেশী দেখানো হয়েছে প্রতিবন্ধি ও মানব সম্পদ উন্নয়নখাতে ২৪ লাখ, শিক্ষাখাতে ১৮ লাখ, সেচ ও খাল উন্নয়নে ১৬ লাখ,ইউনিয়ন বাসীর স্বাস্থ্যসেবায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র এবং কমিউনিটি ক্লিনিক কেন্দ্রীক ব্যয় ধরা হয়েছে ১৫ লাখ এবং রাস্তা ও যোগাযোগ ব্যবস্থায় ধরা হয়েছে ১৩ লাখ এবং রিজার্ভ ফান্ড রাখা হয়েছে ২ লাখ টাকা। আর উদ্বৃত্ত তহবীল দেখানো হয়েছে ৪০ হাজার ৪০০ টাকা। ইউনিয়ন পরিষদের নানা সমস্যা ও সমাধানের পথ উল্লেখ করে বাজেট অধিবেশনে চেয়াম্যান বলেন নাগরিক সেবায় আমরা কোন কার্পন্য করবনা। ইউনিয়ন বাসী সহযোগিতা করলে ২ নং বেমরতা ইউনিয়ন স্মার্ট ও মডেল ইউনিয়ন পরিষদে পরিনত হবে।

স্বাআলো/এসএস

.

Author
আজাদুল হক, বাগেরহাট
জেলা প্রতিনিধি