চৌগাছায় আত্মহত্যা চেষ্টার ৬ দিন পর গর্ভবতীর মৃত্যু!

যশোরের চৌগাছায় আত্মহত্যাচেষ্টার ছয়দিন পর আলেয়া খাতুন (১৮) নামে এক চারমাসের গর্ভবতী নারীর মৃত্যু হয়েছে বলে দাবি করেছে পরিবার। সে চৌগাছা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হুদোপাড়ার শিপন আলীর স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আলেয়ার স্বামীর সাথে বিভিন্ন বিষয় নিয়ে প্রায়ই গোলোযোগ হতো। তারই প্রেক্ষিতে গত ২৫ মে রাত সাড়ে ৭টার দিকে নিজের শয়নকক্ষে পরিবারের সদস্যদের অগচোরে আগাছানাশক (ঘাসপুড়া) বিষপান করে। শাশুড়ি প্রথমে বিষয়টি বুঝতে পেরে ডাক চিৎকার দিলে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা শেষে তার অবস্থার অবনতি হলে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসাপাতালে স্থানান্তর করেন। সেখানে একদিন চিকিৎসাধীন থাকার পর ২৬ মে তার অবস্থার আরো অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকে আরো উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে স্থানান্তর করেন কর্তব্যরত চিকিৎসকরা। পরিবারের সদস্যরা তাকে ঢাকায় না নিয়ে আলেয়ার বাবার বাড়ি উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের নওদাপাড়া গ্রামে নিয়ে যান। সেখানে সোমবার গভীর রাতে তার মৃত্যু হয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মঙ্গলবার দুপুরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

স্বাআলো/এসএস

.

Author
আজিজুর রহমান, চৌগাছা (যশোর)
উপজেলা প্রতিনিধি