‘সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাষ্টিক দূষণ’ এ শ্লোগানকে সামনে নিয়ে ‘প্লাষ্টিক দূষণের সমাধানে সামিল হই সকলে’ এ প্রতিপাদ্য নিয়ে নড়াইলে বিশ্ব পরিবেশ দিবস পালন উপলক্ষে চিত্রাঙ্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে ।
মঙ্গলবার (৩০ মে) বিকালে এ উপলক্ষ্যে জেলা শিশু একাডেমি নড়াইলের চত্বরে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতরের আয়োজনে বাংলাদেশ শিশু একাডেমি, নড়াইলের সহযোগিতায় দিবসটি পালন উপলক্ষ্যে এ চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এ প্রতিযোগিতায় চারটি গ্রুপে শতাধিক শিশু প্রতিযোগী অংশগ্রহণ করে।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা অলিয়ার রহমান, পরিবেশ অধিদফতর, নড়াইলের সহকারী পরিচালক শেখ কামাল মেহেদী, জেলা তথ্য কর্মকর্তা ইব্রাহীম আল মামুন, প্রতিযোগী, অবিভাবকগন এ সময় উপ¯ি’ত ছিলেন।
স্বাআলো/এসএস
.
Author
