আগামী নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করতে যশোরে ওয়ার্ডে ওয়ার্ডে আওয়ামী লীগের কর্মীসভা শুরু হয়েছে। যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের নির্দেশে ধারাবাহিক এই কর্মসূচি শুরু হয়েছে।
বুধবার (৩১ মে) বিকালে সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের বালিয়াঘাট গ্রামে অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল।
আওয়ামী লীগ নেতা বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইউপি চেয়ারম্যান আবু সিদ্দিক ও ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শামসুল হক বিশ্বাস।
কর্মীসভায় আনোয়ার হোসেন বিপুল বলেন, ‘বর্তমান সরকার টানা ১৪ বছর ক্ষমতায় রয়েছে। এই সময়ে আমাদের সাধারণ মানুষের অভুতপূর্ব উন্নয়ন হয়েছে। করোনা মহামারী ও ইউক্রেন যুদ্ধের কারণে দ্রব্যমূলের দাম কিছুটা বাড়লেও মানুষের জীবনমান বেড়েছে। আমাদের নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মাণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যার সুফল আমরা এই অঞ্চলের মানুষ পেতে শুরু করেছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়ন করতে আগামী নির্বাচনে আমাদের ঐক্যবদ্ধ থেকে আবারো শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে।’
তিনি আরো বলেন, ‘বরাবরের মতো আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামায়াত ষড়যন্ত্র শুরু করেছে। তারা ‘আগুন সন্ত্রাসের’ মতো কর্মসূচি দিয়ে সাধারণ মানুষের ক্ষতি করতে পারে। তাদের অনেক নেতা নির্বাচন না হতে দেয়ার ঘোষণাও দিচ্ছেন। কিন্তু আমরা বলে দিতে চাই, কোন ষড়যন্ত্রে কাজ হবে না। আওয়ামী লীগের নেতাকর্মীরা সতর্ক আছে। আন্দোলনের নামে তাদের সব সন্ত্রাসী কর্মকান্ড আমরা রাজপথে থেকে প্রতিহত করবো।’
আওয়ামী লীগ নেতা ফয়েজ হোসেনের সঞ্চালনায় কর্মীসভায় আরো বক্তব্য দেন আবুল কালাম আজাদ, ইউপি সদস্য আলমগীর হোসেন, আহম্মদ আলী বিশ্বাস, গিয়াস উদ্দিন লিটু, রীতা রারী সরকার, মর্জিনা বেগম, তসলিমা জাহান, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জাবের হোসেন জাহিদ, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আহসানুল করিম রহমান, সাবেক উপ-শিক্ষা ও পাঠচক্র সম্পাদক রেযোয়ান হোসেন মিথুন, শহর ছাত্রলীগের সদস্য তছিকুর রহমান রাসেল, যুবলীগ নেতা গাজী রায়হান মৌমন প্রমুখ।
স্বাআলো/এসএস
.
