পাট ক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সীমান্তবর্তী এলাকায় পাট ক্ষেত থেকে অজ্ঞাত এক নারী (৫০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

জানা গেছে, বুধবার (৩১ মে) দুপুরে উপজেলার সিংগীমারী ইউনিয়নের সিংগীমারী বিজিবি ক্যাম্প এলাকার আব্দুস সামাদের পাট খেতে তার স্ত্রী ছাগল খুঁজতে গিয়ে ওই নারীকে দেখতে পায়। পরে ওই নারী পানি খেতে চায়। পানি খাওয়ার কিছুক্ষণ পর সে পাটক্ষেতে মারা যায়। পরে স্থানীয়রা ইউপি চেয়ারম্যান ও থানা পুলিশকে খবর দেন। পরে হাতীবান্ধা থানা পুলিশ পাটক্ষেত থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে।

পাটক্ষেতের মালিক আব্দুস সামাদ বলেন, আমার স্ত্রী ছাগল খুঁজতে পাটক্ষেতে গিয়ে ওই নারীকে দেখতে পায়। পরে ওই নারী পানি খেতে চায়। পানি খাওয়ার কিছুক্ষণ পর সে মারা যায় বিষয়টি আমরা স্থানীয় চেয়ারম্যান কে জানায়।

সিংঙ্গীমারী ইউনিয়নপরিষদ চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এলাকাবাসী জানিয়েছেন ওই নারী মানষিক ভারসম্যহীন ছিলেন। গত ২/৩ দিন থেকে এ এলাকায় ঘুরাঘুরি করতেন। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন,খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত পরিচয় নারীর মরদেহ উদ্ধার করেছে। ওই নারীর পরিচয় শনাক্তের কাজ চলছে।

স্বাআলো/এসএস

.

Author
জেলা প্রতিনিধি, লালমনিরহাট