দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যশোর সদর উপজেলার কচুয়া ইউনিয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ড প্রচারণায় শনিবার (৩ জুন) সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের জনসভা সফল করতে ইউনিয়ন আ.লীগসহ অঙ্গসংগঠনের উদ্যোগে দিনব্যাপী প্রচারণা চালানো হয়েছে।
বৃহস্পতিবার (১ জুন) সকাল হতে গভীর রাত পর্যন্ত কচুয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে উঠান বৈঠক ও গণসংযোগ করেন অত্র ইউনিয়নের নেতৃবৃন্দ।
এছাড়াও কচুয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ জনসভা স্থল পরিদর্শন করেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, যুবলীগ নেতা আনোয়ার হোসেন বিপুল।
কচুয়ায় কাজী নাবিলের জনসভা সফলের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত
এসময় আরো উপস্থিত ছিলেন- নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও যুবলীগ নেতা রাজু আহম্মেদ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম বিশ্বাস।
কচুয়া ইউনিয়ন আ.লীগের সভাপতি আব্দুল ওয়াদুদ মোল্ল্যার তত্ত্বাবধানে দিনব্যাপী এই প্রচারণায় অংশ গ্রহণ করেন ইউনিয়ন আ.লীগ নেতা মুকুন্দ ডাক্তার, আবু হানিফা, রবিউল ইসলাম বাবলু, ইরাদত হোসেন, মিজানুর রহমান, শহিদুল ইসলাম, মেজবাহ, ইউনিয়ন যুবলীগের আহবায়ক ইশারত আলী, যুবলীগের যুগ্ম আহবায়ক ওহিদুল দফাদার ও তরিকুল ইসলাম বিপুল, যশোর সদর উপজেলা ছাত্রলীগের সদস্য ইমরান আলীসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
এমপি কাজী নাবিলের জনসভা সফলের লক্ষ্যে কচুয়ায় প্রস্তুতি সভা
এছাড়াও আরো উপস্থিত কচুয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি, যুবলীগ নেতা মোহাম্মদ আলী, যুবলীগ নেতা ফারুক হোসেন, বাবলু, জামালসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
এছাড়া এই জনসভা সফল করার লক্ষ্যে গত সোমবার রাতে কচুয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান এবং ৯টি ওয়ার্ডের সকল নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল।
স্বাআলো/এস
.
