স্থলপথে ভারত যেতে গুনতে হবে ১০০০ টাকা ট্যাক্স, নতুন সিদ্ধান্ত

২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বিদেশ ভ্রমণের ওপর কর বাড়িয়েছে সরকার। প্রস্তাবিত বাজেটে ভ্রমেণে গেলে নতুন ভ্রমণ কর দিতে হবে।

সরকারের নেয়া নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সড়কপথে ভারতে গেলে ১০০০ টাকা, বিমানে গেলে ২০০০ টাকা ট্যাক্স দিতে হবে।

আগে যেকোনো স্থলবন্দর দিয়ে প্রতিবার ভারতে যাওয়ার ক্ষেত্রে প্রাপ্ত বয়স্কদের (১২ বছর বা তার বেশি) ভ্রমণকর ৫০০ টাকা এবং অপ্রাপ্ত বয়স্কদের (৫–১২ বছর) জন্যে ভ্রমণকর ২৫০ টাকা দিতে হতো।

উন্নয়ন অগ্রযাত্রায় দেড় দশক পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অভিমুখের এই বাজেট বৃহস্পতিবার (১ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদে বাজেট উত্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সাত লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার জাতীয় বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে পাঁচ লাখ কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে আদায় করতে হবে চার লাখ ৩০ হাজার কোটি টাকা।

স্বাধীন বাংলাদেশের ৫২তম এই বাজেট এটি। আর মুস্তফা কামালের এটি পঞ্চম বাজেট ঘোষণা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের টানা তৃতীয় মেয়াদের শেষ বাজেট।

এই বাজেট উত্থাপনে অর্থমন্ত্রী ভারতের পাশাপাশি আরো কিছু দেশ ভ্রমণেও ট্যাক্স প্রস্তাব করেন। তিনি জানান, কাছাকাছি যেকোনো দেশে ৪০০০ টাকা, আমেরিকা ও ইউরোপে গেলে ৬০০০ টাকা ভ্রমণ কর দিতে হবে।

স্বাআলো/এসএ