যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের ২০২৩/২০২৪ অর্থবছরের উম্মুক্ত বাজেট সভা বুধবার অনুষ্ঠিত হয়েছে।
বাজেট সভায় সভাপতিত্ব করেন পরিষদের চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত।
সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের সচিব অপুর্ব কুমার পালের সঞ্চালনায় ২০২৩-২৪ অর্থে বছরের উম্মুক্ত বাজেট পেশ করেন চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত।
বাজেটে আয় ধরা হয়েছে ২ কোটি ২৬ লাখ ৫৯ হাজার ১০৬ টাকা। ব্যায় ধরা হয়েছে ২ কোটি ২২ লাখ ৯৯ হাজার ৩৫৬ টাকা। বাজেটে উদ্ধৃত দেখানো হয়েছে ৩ লাখ ৫৯ হাজার ৭৫০ টাকা।
এ সময় ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুস সবুর শেখ, কামরুজ্জামান, নিয়ামত আলী, আব্দুল্লাহ আল মামুন, হুমায়ুন কবির, সংরক্ষিত সদস্য মুক্তা বেগম, শরিফা খাতুন সহ সকল ইউপি সদস্য শিক্ষক, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্বাআলো/এসএ
.
Author
