বাগেরহাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, যুবকের মৃত্যু

বাগেরহাটের মোল্লাহাট উপজেলার খুলনা ঢাকা মহাসড়কে দ্রুত গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১ জুন) সন্ধ্যায় মহাসড়কের সরকারি পুকুর নামক স্থানে এ ঘটনা ঘটে। কাছে থাকা জাতীয় পরিচয়পত্রমূলে নিহত ব্যক্তির নাম জাকির হোসেন (২৮)। তিনি খুলনা জেলার দাকোপ উপজেলার সুতারখালি গ্রামের এয়ার আলী শেখের ছেলে।

বাগেরহাট পুলিশ অফিসের মিডিয়া সেলের পরিদর্শক সৈয়দ বাবুল আকতার শুক্রবার সকালে মোল্লাহাট হাইওয়ে পুলিশের বরাত দিয়ে জানান, মোল্লাহাট থেকে খুলনাগামী একটি মোটর সাইকেল দ্রুত গতিতে চালিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছে ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটে। এ অবস্থায় স্থানীয়রা মোটরসাইকেল চালক জাকিরকে উদ্ধার করে পাশ্ববর্ত্তি ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে মোল্লাহাট হাইওয়ে পুলিশ আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে।

স্বাআলো/এসএ 

.

Author
আজাদুল হক, বাগেরহাট
জেলা প্রতিনিধি