ডেঙ্গুজ্বরে একদিনে ৩ জনের মৃত্যু

ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। তারা সবাই ঢাকার বাসিন্দা। চলতি বছরে এক দিনে এটিই সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে ১৬ জনের মৃত্যু হলো। গত ২৪ ঘণ্টায় নতুন ৯৭ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের মধ্যে ঢাকায় ৮৭ জন এবং ঢাকার বাইরে ১০ জন রয়েছেন। বর্তমানে দেশে মোট ৩৮৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৩৩৮ জন এবং ঢাকার বাইরে ৪৯ জন রয়েছেন।

চলতি বছর এ পর্যন্ত ২ হাজার ৩৭৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার ১ হাজার ৬৯৪ জন এবং ৬৮২ জন ঢাকার বাইরের।

স্বাআলো/এসএ