পটুয়াখালীতে মাদক বিরোধী আলোচনা সভা

‘মাদককে না বলো’এই স্লোগান নিয়ে পটুয়াখালীতে মাদক বিরোধী এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (৪ জুন) দুপুরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে জেলা কার্যালয়ে ,পটুয়াখালীর আয়োজনে ১৪ নং মৌকরণ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মাদক বিরোধী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড গোলাম সরোয়ার।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমানের সভাপতিত্বে মাদক বিরোধী আলোচনা সভা অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে জেলা কার্যালয়ে ,পটুয়াখালীর সহকারী পরিচালক এনায়েত হোসেন, ১৪ নং মৌকরণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী রাইসুল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রতিনিধি প্রমুখ।

মাদক বিরোধী আলোচনা সভায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর জেলা কার্যালয়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক এবং ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

স্বাআলো/এস

.

Author
জেলা প্রতিনিধি, পটুয়াখালী