যশোরে ইয়াবা ও গাঁজাসহ টাক বাবু গ্রেফতার

আটক ফাইল (ছবি)

যশোর শহরের গাড়ীখানা থেকে গুলি, ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী আবু সাঈদ বাবু ওরফে টাক বাবুকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

রবিবার (৪ জুন) বিকাল ৩টায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক আসলাম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাড়ীখানা রোডের ইসলাম মার্কেটে ভাবনা এন্টারপ্রাইজে অভিযান চালানো হয়। সেখানে অভিযান চালিয়ে দুটি গুলি, ১০ পিচ ইয়াবা, দেড়শ’ গ্রাম গাঁজা জব্দ করা হয়। এসময় মাদক ব্যবসায়ী আবু সাঈদ বাবুকে গ্রেফতার করা হয়।

তিনি জানান, খবর ছিলো বাবু ওরফে টাক বাবু দীর্ঘদিন ধরে কাগজের ব্যবসার আড়ালে মাদক ব্যবসা চালিয়ে আসছিলো। সে হোলসেলর দিয়ে মাদক ব্যবসা চালিয়ে আসছিলো। দুপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে মামলা হবে।

স্বাআলো/এসএ

.

Author
নিজস্ব প্রতিবেদক, যশোর