বাগেরহাটে আবারো কমিউনিটি ক্লিনিকে চুরি

বাগেরহাট সদর উপজেলায় এবার কাড়াপাড়া ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকে চুরি সংঘটিত হয়েছে। অজ্ঞাত চোরেরা কমিউনিটি ক্লিনিকের পিছনের জানালার গ্রিল কেটে প্রবেশ করে সৌর বিদ্যুতের মূল্যবান ব্যাটারী, নগদ টাকা ও ইলেক্ট্রনিক্স মালামাল নিয়ে যায়। আর এ চুরির ঘটনাটি ঘঠেছে শনিবার (৩ জুন) রাতে। উপজেলার অন্যান্য ক্লিনিকে একইভাবে চুরির ঘটনার ন্যায় এ ঘটনায়ও বাগেরহাট সদর মডেল থানা পুলিশ কে জানানো হয়েছে।

কাড়াপাড়া ইউপি চেয়ারম্যান শেখ মহিতুর রহমান পল্টন জানান, প্রান্তিক জনগোষ্টির প্রাথমিক স্বাস্থ্যসেবা দোরগোড়ায় পৌঁছে দিতে জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৃষ্ট কমিউনিটি ক্লিনিকে চুরির খবর পেয়ে আমি নিজেই ক্লিনিকটি পরিদর্শন করেছি। শনিবার রাতের কোন এক সময় ক্লিনিকের পিছনের জানালার গ্রিল কেটে এ চুরি সংঘঠিত হয়েছে। এ ঘটনায় বাগেরহাট সদর মডেল থানা পুলিশে অভিযোগ দেয়া হয়েছে।

কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপিরা বলেন, এর আগে বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের পিসি ডেমা, ষাটগম্বুজ ইউনিয়নের সায়েড়া, গোটাপাড়া ইউনিয়নের মুক্ষাইট ও গাবোরখালী কমিউনিটি ক্লিনিকে একইভাবে চুরি হয়। প্রতিটা ঘটনাই যথাযতভাবে থানা পুলিশকে অবগত করা হয়।

স্বাআলো/এসএস

.

Author
আজাদুল হক, বাগেরহাট
জেলা প্রতিনিধি