পাহাড়ী বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) আস্তানা ও প্রশিক্ষণ ক্যাম্প আমাদের দখলে আছে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
রবিবার (৪ জুন) দুপুরে বান্দরবানে সেনা জোন পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।
সেনাপ্রধান এসএম শফিউদ্দিন আহমেদ বলেন, পাহাড়ে সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় সেনাবাহিনী বিশেষ অভিযান পরিচালনা করছে। অভিযান পরিচালনার সময়ে চারজন সেনাসদস্য প্রাণ হারিয়েছেন। তবে এরইমধ্যে অভিযান অনেকটা সফল হয়েছে। সেনাসদস্যরা কেএনএফের প্রশিক্ষণ ক্যাম্প ও আস্তানা দখলে নিয়েছে। সেখান থেকে সন্ত্রাসীরা পালিয়ে গেছে। এদের কেউ কেউ সাধারণ জনগণের সাথে মিশে গেছে। খুব দ্রুতই সেনাসদস্যরা তাদের দায়িত্ব সঠিকভাবে শেষ করতে পারবেন বলেও জানান তিনি।
এর আগে শনিবার (৩ জুন) বান্দরবান সেনানিবাসে আসেন সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ। এ সময় তিনি সেনা কর্মকর্তাদের সাথে মতবিনিময় ও সৈনিকদের সাথে কথা বলেন।
এছাড়া কীভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে, সেনাপ্রধান তা সরেজমিনে প্রত্যক্ষ করেন এবং তাদের খোঁজখবর নেন। সেনাসদস্যদের মনোবল চাঙ্গা করার জন্য তাদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ দেন। সৈনিকদের মনোবল দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন।
রবিবার বিকেলে হেলিকপ্টারে করে তিনি ঢাকা চলে যান। এসময় সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্বাআলো/এসএ
.
