মে মাসে দেশের রফতানি আয় হয়েছে ৪ দশমিক ৮৫ বিলিয়ন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৬ শতাংশ বেশি। গত বছরের মে মাসে বাংলাদেশের রফতানি আয় ছিলো ৩ দশমিক ৮৩ বিলিয়ন ডলার।
মার্চ ও এপ্রিলে পরপর দুই মাস নেতিবাচক প্রবৃদ্ধির পর রফতানি আয় ফের বাড়লো বাংলাদেশের। এপ্রিলে রফতানি আয় ছিলো ৩ দশমিক ৯৬ বিলিয়ন ডলার, মার্চে ছিলো ৪.৬৪ বিলিয়ন ডলার।
রবিবার (৪ জুন) প্রকাশিত রফতানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী, রফতানি আয় আগের বছরের একই সময়ের তুলনায় বাড়লেও তা সরকার নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে ৫ দশমিক ২৯ শতাংশ কম। এর আগে সরকার মে মাসে ৫ দশমিক ১২ বিলিয়ন ডলার রফতানি আয়ের লক্ষ্য নির্ধারণ করেছিলো।
স্বাআলো/এসএ
.
Author
