সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মনোবিজ্ঞান বিভাগে বিভাগীয় সভাপতির সামনে ওই বিভাগের শিক্ষক প্রেসার ড. নাজমা আফরোজের সাথে প্রকাশ্যে যৌন হয়রানিমূলক আচরণের প্রতিবাদে মাগুরায় রবিবার (৪ জুন) মানববন্ধন করেছে জেলা মহিলা পরিষদ।
মাগুরা প্রেসক্লাবের সামনে সংগঠনের কেন্দ্রীয় সদস্য লিপিকা দত্তের সভাপতিত্বে মানববন্ধন থেকে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের লিগাল এইড সম্পাদক খালেদা হাসিন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক কৃষ্ণা সরকার, সমাজকর্মী ফৌজিয়া আক্তার হীরা, সাংবাদিক রূপক আইচ, জেলা উদীচীর সহ-সাধারণ সম্পাদক কল্যাণী বিশ্বাস, রেহানা খাতুনসহ অন্যরা।
মানববন্ধন থেকে গত ২১ ও ২৩ শে মে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সভাপতি ও অন্যান্য শিক্ষকগণের সামনে শিক্ষক ড. এনামুল হক কর্তৃক তারই সহকর্মী ড. নাজমা আফরোজের সঙ্গে পরপর দুইদিন প্রকাশ্যে যৌন হয়রানিমূলক অশালীন আচরণ ও অসভ্য ভাষায় হুমকির প্রতিবাদ জানানো হয়। অবিলম্বে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহবান জানান বক্তারা।
স্বাআলো/এসএস
.
