টাঙ্গাইলের মধুপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন আরেক বন্ধু।
রবিবার (৪ জুন) দুপুরে উপজেলার মহিষমারা ইউনিয়নের গারো বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জেলার ঘাটাইল উপজেলার টেপি কুশারিয়া গ্রামের সুরুজ আলীর ছেলে সাব্বির আলম (১৮) ও একই এলাকার রমজান আলীর ছেলে হাবিব (১৭)। এ সময় সাদিক নামের আরেকজন আহত হন। তাকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিয়ন্ত্রণ হারিয়ে গাছে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২
মধুপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল আমিন জানান, তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে স্বজোরে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই সাব্বির ও হাবিব নিহত হয়। গুরুতর আহত অবস্থায় সাদিক নামের একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশংকাজনক। নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
স্বাআলো/এস
.
