সদ্যই নিজের ৪১তম জন্মদিন পার করলেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। গত ১১ জুলাই জীবনের বিশেষ এই দিনে ভক্ত-অনুরাগীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন নায়িকা।
তবে এসবের মাঝেই বিব্রতকর এক পরিস্থিতির শিকার হয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রীর মা হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ ও বিরক্ত পূর্ণিমা।
মা হওয়ার খবরটি মিথ্যা জানিয়ে এই নায়িকা বলেন, এটি ভুয়া। সত্য নয়। এমন সুখের খবর নিয়ে কেউ বিভ্রান্তিকর কোনো তথ্য ছড়াবেন না। এমন কিছু হলে আমি নিজেই জানাবো।
আমি তো আর ভাইরাল হতে পারি না: পূর্ণিমা
মিথ্যা সংবাদটি দেখে পরিচিত অনেকে ফোন করছেন জানিয়ে পূর্ণিমা বলেন, ওই সংবাদ দেখে অনেক জায়গা থেকে আত্মীয় স্বজনরাও ফোন করছেন। তারা বলছেন, এমন আনন্দের খবর তাদের কেনো আগে জানাইনি! বিষয়টি আমার জন্য খুবই বিব্রতজনক।
শিগগিরই এমন সুখবর আসার সম্ভাবনা আছে কী? এমন প্রশ্নে নায়িকার উত্তর, সেটা তো আমি নিজেও জানি না। এমন খুশির সংবাদ চেপে না রেখে আমি নিজেই জানাবো। সে পর্যন্ত অপেক্ষা করতে হবে।
ব্যাচেলরদের দলে নাম লেখালেন পূর্ণিমা!
উল্লেখ্য, চলতি বছর ফিল্ম ক্যারিয়ারে ২৫ বছর পূর্ণ করলেন পূর্ণিমা। ক্যারিয়ারে অভিনয় করেছেন- স্বামী স্ত্রীর যুদ্ধ, মনের মাঝে তুমি, আকাশ ছোঁয়া ভালোবাসা, হৃদয়ের কথা, সুভা, মনের সাথে যুদ্ধ, মা আমার স্বর্গ, বাঁধাসহ অনেক জনপ্রিয় সিনেমায়।
স্বাআলো/এস