মণিরামপুর ও চৌগাছা উপজেলার সাব-রেজিস্ট্রারকে বদলি

যশোরের মণিরামপুর ও চৌগাছা উপজেলার সাব-রেজিস্ট্রারসহ ২১ জন সাব-রেজিস্ট্রারকে বদলি করা হয়েছে।

বুধবার (৩০ আগস্ট) আইন ও বিচার বিভাগের সিনিয়র সহকারী সচিব সফিউল আলমের সই করা অফিস আদেশ জারি করা হয়েছে।

এ বিষয়ে জারি করা আদেশে বদলিকৃত কর্মকর্তাদের আগামী ১১ সেপ্টেম্বর তাদের বর্তমান পদের দায়িত্বভার অর্পণপূর্বক বিধিমোতাবেক বদলিকৃত কর্মস্থলে যোগদানের জন্য বিজ্ঞপ্তি জারি করতে মহাপরিদর্শক নিবন্ধনকে (আইজিআর) নির্দেশ দেয়া হয়েছে।

অফিস আদেশে যশোরের মণিরামপুর উপজেলার পারভেজ খানকে পিরোজপুরের মঠবাড়িয়ায়, যশোরের চৌগাছা উপজেলার মোস্তাক হোসেনকে একই জেলার মণিরামপুরে, যশোরের নওয়াপাড়া (অভয়নগর) উপজেলার অজয় কুমার সাহাকে খুলনার পাইকগাছায়, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সাব-রেজিস্ট্রার আবুল বাশারকে নোয়াখালীর চাটখিল উপজেলায়, সুনামগঞ্জ সদর উপজেলার আব্দুল করিম দলা মিয়াকে সদর রেকর্ডরুম ঢাকায়, চাঁদপুরের কচুয়া উপজেলার রিয়াজুল ইসলামকে কক্সবাজার সদর উপজেলায়, মাদারীপুরের কালকিনি উপজেলার মাকসুদুর রহমানকে চাঁদপুরের কচুয়া উপজেলায়, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ইউসুফ আলীকে পাবনা সদর উপজেলায়, সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার অনিমেষ কুমার পালকে বগুড়া সদর উপজেলায়, সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ফারহানা আজিজকে একই জেলার উল্লাপাড়া উপজেলায়, ঢাকার সাভারের মাইকেল মহিউদ্দীন আব্দুল্লাহকে নারায়ণগঞ্জের রুপগঞ্জ পূর্বে, চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সিফাতুল্লাকে ঢাকার সাভারে, মানিকগঞ্জের বরংগাইলের আবরার ইবনে রহমানকে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে, কুমিল্লার হোমনা উপজেলার মোহাম্মদ সাকিম মজুমদারকে সিলেটের ফেঞ্চুগঞ্জে বদলি করা হয়েছে।

হবিগঞ্জের বাহুবল উপজেলার সুশান্ত ঘোষকে ঠাকুরগাঁওয়ের লাহিড়ীহাটে, জামালপুর সদর উপজেলার আশীষ কুমার সরকারকে মানিকগঞ্জের বরংগাইলে, নারায়ণগঞ্জের রূপগঞ্জ পূর্ব এর সোহরাব হোসেন সরকারকে মাদারীপুর সদর উপজেলায়, মুন্সিগঞ্জের টংগীবাড়ী উপজেলার স্বপন কুমার দে কে বাগেরহাটের মোংলায়, বাগেরহাটের মোংলার জুবায়ের হোসেনকে সাতক্ষীরার শ্যামনগরে, ঢাকার তেজগাঁওয়ের স্মৃতি কনা দাসকে যশোরের নওয়াপাড়ায় (অভয়নগর) এবং নরসিংদীর সদর উপজেলার এস. এম মোস্তাফিজুর রহমানকে ঢাকার বাড্ডায় বদলি করা হয়েছে।

স্বাআলো/এসএ