যশোরে ভৈরব নদ থেকে গলিত লাশ উদ্ধার

যশোরে ভৈরব নদ থেকে গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (৩ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে বড় বাজারের ভিতরে কালিবাড়ির পাশে নদের পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত শুকুর আলী যশোর শহরের পূর্ব বারান্দি আমতলা এলাকার সিদ্দিকের ছেলে।

নিহতের নানী শাশুড়ি সুফিয়া বেগম জানান, শুকুর আলী নিয়মিত মাদক সেবন করতো। শুক্রবার মাদক সেবন করে বাড়ি থেকে বের হয়। এরপরে আর তার সন্ধান মেলেনি। আজ খবর পেয়ে যশোর জেনারেল হাসপাতালের মর্গে এসে তার লাশ দেখতে পাই।

জানতে চাইলে যশোর জেলা অতিরিক্ত পুলিশ সুপার ‘ক’ সার্কেল জুয়েল ইমরান বলেন, পুলিশ খবর পায় ভৈরব নদের কালিবাড়ির পাড়ে এক ব্যক্তির লাশ গলিত অবস্থায় ভাসছে। পুলিশ ঘটনাস্থলে যেয়ে লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার আরো বলেন, কি কারণে কেনো শুকুর আলীর মৃত্যু হয়েছে পুলিশ বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখছে। তবে শোনা যাচ্ছে শুকুর আলী মাদকসেবী ছিলো।

স্বাআলো/এস