খুলনায় বন্ধ হয়ে যাওয়া বেসরকারি পাটকল চালু ও বকেয়া পরিশোধসহ ৬ দফা দাবিতে সড়ক ও রেলপথ অবরোধ করেছেন শ্রমিকরা।
১০ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বেসরকারি পাট, সুতা বস্ত্রকল শ্রমিক-কর্মচারী ফেডারেশনের আহবানে খুলনা-যশোর মহাসড়কের ফুলবাড়ী গেটে রাজপথ ও রেলপথ অবরোধ কর্মসূচিতে অংশ নেয় শ্রমিকরা।
শহরের শিরোমণি শিল্পাঞ্চলে বন্ধ হওয়া ব্যক্তিমালিকানাধীন মহসেন, আফিল, সোনালী, অ্যাজাক্স, জুট স্পিনার্সসহ কয়েকটি কারখানার শ্রমিকরা কর্মসূচিতে অংশ নেন।
শ্রমিকরা জানান, মহসেন জুট মিলের শ্রমিকরা শ্রম আইন অনুযায়ী ৯ বছর ধরে তাদের চূড়ান্ত পাওনা পায়নি।
সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য এর আগে নাগরিক পরিষদ রাজপথ-রেল পথ অবরোধ করে সারাদেশের যোগাযোগ বন্ধ করে দেয়। আজ এ ব্যাপক সংখ্যক শ্রমিকের ঘরে ঘরে হাহাকার। মানবিক বিপর্যয়ের বাস্তব প্রতি”ছবি আজ শ্রমিক পাড়ায়। চরম খাদ্যকষ্টে দিন কাটছে শ্রমিক পরিবারের। অথচ মহসেন, সোনালী, এ্যাজাক্স, আফিল জুট স্পিনার্সসহ বন্ধ সব মিলের মালিকের কাছে শ্রমিকদের গ্রাচুইটিসহ চুড়ান্ত পাওনা ৯ বছর বাকি রয়েছে।
সংসদীয় কমিটি অভিমত প্রকাশ করেছে পাটকলগুলো বন্ধ না রেখে লাভজনক করার চেষ্টা করতে হবে। আমরা সংসদীয় কমিটির বক্তব্যের সাথে একমত। আর ন্যায় সঙ্গত দাবি আদায়ে যখন কর্তৃপক্ষের নির্লিপ্ততা পরিলক্ষিত হয় তখন ট্রেড ইউনিয়নগুলো আন্দোলনের কর্মসূচি নিয়ে থাকে।
সংসদীয় কমিটির সাথে আমরা পাটকলগুলো চালুর দাবি জানিয়ে বলবো পাটকলগুলো চালু হলে বেকারের ভারে ভারাক্রান্ত দেশে অনেকের কর্মসংস্থান হবে। কমে আসবে বেকারত্বেও চাপ। মিলে পাটজাত তৈরির ফলে পরিবেশের শত্রু পলিথিন বিদায় করতে সহায়ক হবে। বস্তা, ব্যাগ, সপিং ব্যাগ পলিথিনের পরিবর্তে পাটের বস্তা, ব্যাগ ও সপিং ব্যাগ প্রভৃতি বাজারে পর্যাপ্ত সরবরাহের ফলে মানুষ ঝুঁকবে এ দিকে। আর কাঁচামালের চাহিদা পূরণে কৃষক পাট উৎপাদনে উৎসাহিত হবে। হারিয়ে যাওয়া অর্থকরী ফসল আবার সমহিমায় ঘুরে দাঁড়াবে। এ বাস্তবতা মেনে নিয়েই পাটকলগুলো চালু করতে হবে। সার্বিক বিষয় বিবেচনা করেই শ্রমিক ও সরকারকে সামনের দিকে এগোতে হবে।