বাগেরহাটে চোরাই রডসহ আটক ১

বাগেরহাটের রামপাল থানা পুলিশের অভিযানে হাওলাদার শাহারুখ (১৯) নামের এক যুবককে চোরাই রডসহ আটক করেছে। এ ঘটনায় মাসুদ রানা নামের এক ব্যাক্তি রডের মালিক বাদী হয়ে রামপাল থানায় চুরির অভিযোগে মামলা করেছেন।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে তাকে বাগেরহাট আদালতে প্রেরণ করা হলে আদালতের বিচারক শাহারুখকে কারাগারে প্রেরনের নির্দেশ দেন।

আটক শাহারুখ রামপাল উপজেলার দূর্গাপুর গ্রামের মিজান হাওলাদারের ছেলে।

রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম জানান, সোমবার দিনগত গভীর রাতে রামপাল উপজেলার গিলাতলা বাজারের হামীম পরিবহন কাউন্টারের সামনে কয়েকটি বস্তায় ব্রীজ নির্মাণের রড চুরি করে নিয়ে যাচ্ছিলো শাহারুখ। এসময় জনতা পুণিশকে খবর দিলে পুলিশ তাকে ৪৫ কেজি রডসহ হাতেনাতে আটক করে।

স্বাআলো/এসএস

.

Author
আজাদুল হক, বাগেরহাট
জেলা প্রতিনিধি