তারেক লন্ডনে রাজনৈতিক আশ্রয়ে আছেন, জানালো যুক্তরাজ্য

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে রাজনৈতিক আশ্রয়ে আছেন বলে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যুক্তরাজ্য।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বাংলাদেশ ও যুক্তরাজ্য পঞ্চম কৌশলগত সংলাপ শেষে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এ কথা বলেন।

পররাষ্ট্র সচিব জানান, ঢাকাকে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্য জানিয়েছে, দেশটিতে তারেক রহমান রাজনৈতিক আশ্রয়ে আছেন।

তিনি বলেন, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় যুক্তরাজ্য। জনগণ যাতে অবাধ ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেটা চায় যুক্তরাজ্য।

পররাষ্ট্র সচিব আরো বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন করে সাইবার নিরাপত্তা আইন প্রণয়নের কথা জানানো হয়েছে। সাইবার নিরাপত্তা আইনে ত্রুটি থাকলে তা উৎরাতে সাহায্য করবে যুক্তরাজ্য।

তিনি বলেন, তারেক রহমান যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয়ে আছেন। দুই দেশের মধ্যে বন্দি বিনিময় চুক্তি করার বিষয়ে আলোচনা হয়েছে।

স্বাআলো/এসএস

.

Author
ঢাকা অফিস