ঢাকা কলেজের পুকুরে ডুবে প্রাণ গেলো শিক্ষার্থীর

ফাইল ছবি

ঢাকা কলেজের পুকুরে পানিতে ডুবে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ সেপ্টম্বর) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনাটি ঘটে।

নিহতের নাম রাশেদুল হাসান ইমন (১৮)। সে ফেনী ছাগলনাইয়া উপজেলার শহিদুল্লাহের ছেলে। সে রামপুরায় বনশ্রী এলাকায় পরিবারের সাথে ভাড়া বাসায় থাকতো।বনশ্রী আইডিয়াল স্কুল থেকে এ বছর এসএসসি পাশ করেছে।

ইমনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা ঢাকা কলেজের শিক্ষার্থী নাজমুল হুদা ও নুরে আল কাউসার বলেন, আমরা ঢাকা কলেজের মাঠে ফুটবল খেলছিলাম, সে সময়ে মৃতের ২-৩ বন্ধু এসে বলে পুকুরে ইমন নামে আমাদের এক বন্ধু ডুবে গেছে।

পরে আমরা কয়েকজন পুকুরে খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করে সন্ধ্যা ৭টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসি। পরে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ শাহ আলম বলেন, মৃত রাশেদুল হাসান ও তার আরো চার বন্ধুসহ পাঁচজন নীলক্ষেত বই মার্কেটে বই কিনতে এসেছি। বই কেনা শেষে তারা ঢাকা কলেজের পুকুরপাড় ঘুরতে যায়। সে সময়ে রাশেদুল হাসান পুকুরের পানিতে পা ধুতে গিয়ে পানিতে পড়ে ডুবে যায়। পরে সেখান থেকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানান। মৃত দেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে‌।

স্বাআলো/এসএস

.

Author
ঢাকা অফিস