ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার পদমর্যাদার তিন কর্মকর্তাকে বদলির পর পদায়ন করা হয়েছে।
সোমবার (১১ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক কার্যালয় আদেশে তাদের পদায়নের বিষয়টি নিশ্চিত করা হয়।
আদেশে উল্লেখ করা হয়, ট্রাফিক উত্তরা-বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কামরুজ্জামানকে ডিবি-মিরপুর বিভাগের মিরপুর জোনাল টিমে, একই টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাইফুল ইসলামকে ডিবি-মতিঝিল বিভাগের খিলগাঁও জোনাল টিমে ও সিটি-অ্যাডমিন অ্যান্ড লজিস্টিকস্ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আবুল হাসানকে ট্রাফিক উত্তরা-বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তরা) হিসেবে পদায়ন করা হয়েছে।
স্বাআলো/এসএস
.
Author
