শেখ হাসিনা এখন বিশ্বের নেত্রী: শামীম ওসমান

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, জাতির পিতার কন্যা মূল্যবান কথা বলেছেন। তিনি বলেছেন- এখানে এমন একটা গ্রুপকে ক্ষমতায় বসাতে চায় যারা চাটার দল। যারা লাফাচ্ছে এরা ক্ষমতায় আসার ধারে কাছেও নেই। ওরা ব্যবহৃত হচ্ছে। ইরাক, সিরিয়া, লিবিয়া ধ্বংস করে দেয়া হয়েছে। শেখ হাসিনা এতো সহজ জিনিস না। জি-২০ সম্মেলনে প্রমাণ হয়েছে শেখ হাসিনা এখন বিশ্বের নেত্রী।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকালে শহরের রাইফেলস ক্লাবে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে কর্মীসভায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

এ সময় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, যুগ্ম সম্পাদক শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলালসহ মহানগরের বিভিন্ন ওয়ার্ডের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শামীম ওসমান এমপি বলেন, বিএনপিতেও ভালো মানুষ আছে। যাদের কারণে এতো বছর বিএনপির সঙ্গে আমাদের কোনো সংঘাত হয়নি। তবে তাদের লাথি দিয়ে বের করে দিয়েছে। বিএনপি ক্ষমতার ৫২ হাজার কিলোমিটারের মধ্যে আসতে পারবে না। নির্বাচন ফ্রি ফেয়ার হবে।

শামীম ওসমান বলেন, ছবি তোলা দেখে কেউ সন্তুষ্টির ঢেঁকুর তুলবেন না। নিজেদের অধিকার নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে। কাবাঘর ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিলাম নারায়ণগঞ্জকে কলঙ্কমুক্ত করবো। ২০০ বছর ধরে এ কলঙ্ক সেখানে ছিলো। আমি যখন নেত্রীকে বললাম এটাকে পুনর্বাসন করতে চাই। নেত্রী বললেন করো। আমি বললাম বাধা আসবে। তিনি বললেন, ভালো কাজ করতে হলে বাধা আসবেই। আমরা আমার এলাকায় প্রচুর কাজ করেছি। এখানে সব হচ্ছে।

শামীম ওসমান বলেন, বিএনপি-জামায়াত আন্দোলনের নামে ৭০০ স্কুল পুড়িয়েছে। পুলিশ অফিসারদের কুপিয়ে মেরেছে। সংখ্যালঘুরা তো ওদের মূল লক্ষ্য। আমাদের সংখ্যালঘুদের ওরা ধর্ষণ করেছে। ওদের গণতন্ত্র আমরা মেনে নেব? আমি বলেছি প্রধানমন্ত্রীকে, আপনি ওদের সঙ্গে গণতন্ত্র চর্চা করুন। বঙ্গবন্ধুকে পুরো পরিবারসহ মেরে ফেললো তার মেয়ে বেঁচে গেলো। ৩১ বা ৩২ বছর বয়সে তিনি দেশে ফিরে এসে বাংলাদেশের হাল ধরেন। আমরা সবাই ছিলাম সেদিন। আমরা দেখেছি মানুষের আত্মচিৎকার কাকে বলে। তিনি একবার ৩২ নম্বরের বাড়িতে ঢুকতে চেয়েছিলেন। জিয়াউর রহমান তাকে ঢুকতে দেয়নি। দুই রাকাত নফল নামাজ পড়তে দেয়নি।

তিনি বলেন, আমাদের অবস্থা তখন ফিলিস্তিনি যুবকের মতো। আমরা বলেছিলাম হত্যার বদলে হত্যা চাই। তিনি বললেন, না ধৈর্য্য ধর। আমরা শুধু বঙ্গবন্ধু হত্যার বিচারের জন্য রাজনীতিতে এসেছিলাম। আর উনি এসেছিলেন বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য।

স্বাআলো/এস

.

Author
জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ