বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় গাঁজাসহ আটক তিন মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড ও অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার গুয়াবাড়িয়া গ্রামের আয়নাল গাজীর ছেলে রাজীব গাজী ওরফে রিপনকে (২৪) ৩ মাসের বিনাশ্রম করাদণ্ড ও ১০০ টাকা অর্থদন্ড এবং গাবগাছিয়া গ্রামের অহিদুল ইসলামের ছেলে রফিকুল ইসলাম (২২) ও মিজান শেখের ছেলে নয়ন শেখকে (২০) ছয় মাসের বিনাশ্রম করাদণ্ড ও ১০০ টাকা অর্থদন্ড দেয়া হয়।
বুধবার (১৩ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ওই তিন যুবককে করাদণ্ডাদেশ দিয়ে পুলিশে সোপর্দ করেন। এদের নিকট থেকে ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
স্বাআলো/এসএস
.
Author
