চুয়াডাঙ্গায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে বৃদ্ধার মৃত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদায় নাতির মোটরসাইকেলের পিছন থেকে ছিটকে পড়ে নানী রওশন আরা খাতুনের (৬৫) মৃত্যু হয়েছে।

বুধবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সুবলপুর-কেসমতপুর মোড়ে এই ঘটনা ঘটে।

রওশন আরা উপজেলার কুড়ালগাছি ইউনিয়নের আমডাঙ্গা গ্রামের আইযুব আলি মাস্টারের স্ত্রী।

জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে তার নাতি ছেলে স্বপন মোটরসাইকেল যোগে নানীকে চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা হাসপাতালে উদ্দেশ্যে বের হয়। পথিমধ্যে উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের সুবলপুর-কেসমতপুর মোড়ে মোটরসাইকেল ঘুরাতে গিয়ে নানী রওশন আরা পিচ রাস্তার ওপর ছিটকে পড়ে মারাত্বক আহত হয়। পথচারীরা তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তিনি মারা যান।

দামুড়হুদার কার্পাসডাঙ্গা পুলিশ ফাড়ির ইনচার্জ ইমরান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্বাআলো/এসএস

.

Author
মফিজুর রহমান জোয়ার্দ্দার, চুয়াডাঙ্গা
জেলা প্রতিনিধি