খুলনায় বিদ্যুতায়িত হয়ে রিয়াদ খান (১৩) নামের এক মোটর গ্যারেজ শ্রমিক মারা গেছে। সে উপজেলা সদরের গোলনা গ্রামের আনোয়ার খানের ছেলে। বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ডুমুরিয়া কলেজের বিপরীত পাশের পুকুরে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও হাসপাতাল সুত্রে জানা গেছে, উপজেলা সদরের গোলনা গ্রামের আনোয়ার খানের ছেলে রিয়াদ খান বিদ্যুতায়িত হয়ে মারা গেছে। সে ডুমুরিয়া কলেজের বিপরীতে খুলনা-সাতক্ষীরা সড়কের পাশে একটি সাফিয়া মোটর গ্যারেজের শ্রমিক ছিলো। বুধবার দুপুরের দিকে রিয়াদ কাজকর্ম সেরে হাত-পা ধোয়ার জন্য পেছনের পুকুরে যায়। পুকুরে ইঁদুর ও মাছ চোর ধরতে দেয়া ছিলো কারেন্ট সংযোগ। তখন ওই কারেন্টের তারে জড়িয়ে গ্যারেজ শ্রমিক রিয়াদ মারা যায়।
জানা গেছে, কিশোর রিয়াদ খান একই গ্রামের জাফর মোল্ল্যার গ্যারেজ শ্রমিক ছিলো এবং পেছনের পুকুরটি ছিলো জাফরের বাবা বক্কার মোল্ল্যার। পুকুরের মাছ চোর ও ইঁদুর রোধে বক্কার মোল্ল্যা ওই কারেন্ট সংযোগ দেন বলে জানা গেছে। বক্কার মোল্ল্যা তার মৎস্য ঘেরে ধাপ তোলায় রিয়াদকে দিয়ে কাজ করাতে থাকে পরে বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয়।
এ প্রসঙ্গে ডুমুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ কনি মিয়া জানান, ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে এবং মরদেহ ডুমুরিয়া হাসপাতালে রয়েছে। তবে এ বিষয়ে কেউ অভিযোগ করলে তা আমলে নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্বাআলো/এস
.
