বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালী এলাকায় বনরক্ষীদের গুলিতে জয়নাল (২৩) নামে একজন হরিণ শিকারী আহত হয়েছে। আহত জয়নালকে বরগুনার পাথরঘাটা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (১৩ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
পূর্ব সুন্দরবন বিভাগ সূত্রে জানা যায়, বনবিভাগের শরণখোলা রেঞ্জের স্মার্ট টীম লিডার নজরুল ইসলামের নেতৃত্বে বনরক্ষীরা মঙ্গলবার দিবাগত-রাত দেড়টার দিকে সুন্দরবনের কচিখালী এলাকায় টহলের সময় একটি ট্রলার দেখে ট্রলারটিকে থামাতে সংকেত দেয়। এ সময় ট্রলার আরোহীরা ট্রলারটি না থামিয়ে বনবিভাগের স্পীড বোটে আঘাত করে পালিয়ে যেতে থাকলে বনরক্ষীরা ফাঁকা গুলি করে।
পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) শেখ মাহবুব হাসান বলেন, কচিখালী এলাকায় হরিণ শিকার করে একটি ট্রলার নিয়ে যাওয়ার সময় স্মার্ট সদস্যরা থামাতে সংকেত দেয় ট্রলারে থাকা লোকজন তখন একটি বস্তা নদীতে ফেলে দিয়ে দ্রুত গতির ট্রলার দিয়ে বনরক্ষীদের স্পীড বোটে আঘাত করে। ট্রলারের আঘাতে স্পীড বোট থেকে দুইজন বনরক্ষী নদীতে পড়ে গিয়ে আহত হয়।
এ সময় বনরক্ষীরা আত্মরক্ষার্থে কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে বলে এসিএফ জানান।
বুধবার সকালে জানা গেছে হাতের কনুইয়ে গুলিবিদ্ধ জয়নালসহ ৪/৫জন কোস্টগার্ডের কচিখালী ঘাটিতে গিয়ে জেলে দাবি করে সহযোগিতা চায়। গুলিবিদ্ধ জয়নাল পাথরঘাটার রুাহিতা গ্রামের আব্দুর রশিদের ছেলে বলে জানা গেছে।
স্বাআলো/এস
.
