জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বিএনপি নেতারা যতই গণতন্ত্র নির্বাচন নিয়ে হৈচৈ করুক না কেনো তারা গণতন্ত্রের ফেরেস্তা নন। তারা প্রত্যেকেই আসলে মানুষ পোড়ানো, জঙ্গী তাণ্ডব হত্যা খুনের ভয়ংকর সব জল্লাদ।
ইনু বলেন, বিএনপি নির্বাচনের ওপর গুরুত্ব দিচ্ছে না, তারা আসলে সমান সুযোগের নামে মানুষ পোড়ানোর আসামি, জঙ্গী তাণ্ডবের আসামি, হত্যা-খুনের আসামি ও গ্রেনেড হামলার আসামিদেরকে রাজনীতির মাঠে হালাল করার প্রস্তাব নিয়ে মাতামাতি করছেন।
জাসদ সভাপতি আরো বলেন, বিএনপির প্রস্তাবিত তত্বাবধায়ক সরকার হচ্ছে জঘন্য সব অপরাধীদের হালাল করার সরকার হিসেবেই ভূমিকা রাখবে। এর সঙ্গে নির্বাচন, গণতন্ত্র, নিরপেক্ষতা ও সুষ্ঠুতার কোনো সম্পর্ক নাই।
ইনু আরো বলেন, ভারত-চীনসহ বেশির ভাগ দেশই নির্বাচন নিয়ে কোনো কথা বলেনি। নির্বাচন নিয়ে পশ্চিমা বিশ্বের কিছু দেশ মন্তব্য করছেন। এই মন্তব্যর সাথে তাদের ভূ-রাজনৈতিক স্বার্থ জড়িয়ে আছে এর সাথে গণতন্ত্রের কোনো সম্পর্ক নেই।
পুলিশের অত্যাচারে বাংলাদেশ রক্তাক্ত হয়েছে বিএনপি নেতাদের এমন বক্তব্য প্রসঙ্গে জাসদ সভাপতি ইনু বলেন, পুলিশের অত্যাচারে বাংলাদেশ রক্তাক্ত জনপদ হয়নি, বাংলাদেশ ফসলের জনপদ হিসেবে, ফসলের দেশ হিসেবে বিশ্বে প্রশংসিত হচ্ছে। এটা বিএনপির গলাবাজি এর সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নাই।
ইনু বলেন, রক্তপাত অতিতে হয়েছে যখন বিএনপি নেতারা পরিকল্পিতভাবে মানুষ পুড়িয়েছে, জঙ্গী সন্ত্রাসের মধ্যেদিয়ে মানুষ খুন করেছে, গ্রেনেড হামলার মধ্যে দিয়ে মানুষ হত্যা করেছে। বিএনপি ক্ষমতায় থাকলেও মানুষ মারে ক্ষমতার বাইরে থাকলেও ১৪ বছরে মানুষ মেরেছে তারা।
জাসদ সভাপতি আরো বলেন, বিএনপি মানুষ পোড়ানো, জঙ্গী তাণ্ডব, হত্যা খুনের আসামিদের একটা সিন্ডিকেট। এই সিন্ডিকেট তাদের মামলা থেকে রেহাই পাওয়ার রাজনীতিই হচ্ছে প্রধান রাজনীতি। এখানে নির্বাচন গণতন্ত্রের কোনো সম্পর্ক নেই। বিএনপির রাজনীতি হচ্ছে চক্রান্ত ও ষড়যন্ত্রের রাজনীতি বলেও দাবি করেন হাসানুল হক ইনু।
বুধবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় কুষ্টিয়া সার্কিট হাউজে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন।
এসময় কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহম্মদ আলি, জেলা জাসদের প্রচার সম্পাদক কারশেদ আলমসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্বাআলো/এসএ
.
